

ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার দূর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)।
পুলিশ জানায়, তারা মহেশপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করত।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পদ্মবিল এলাকায় ডাকাতদলের দুই মূল সদস্য অবস্থান করছে। এমন সংবাদে পুলিশ সদস্যদের কৃষক ও জেলে সেজে সে এলাকায় মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর ঘেরাও করে দুজনকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন