

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কৃষকের ৭টি ছাগল ধরে নিয়ে যাওয়ার ১৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক ১০৫৭ মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ করে ছাগলগুলো ফেরত আনে।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাজাহান আলী।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ধর্মপুর সীমান্ত ১০৫৭ মেইন পিলারের নিকটে বাংলাদেশি কৃষকের ৭টি ছাগল নোম্যান্সল্যান্ডের অভ্যন্তরে গেলে ভারতের আসাম রাজ্যের গুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গেট খুলে এসে ছাগলগুলো আটক করে ভারতের অভ্যন্তরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি জানায়, বাংলাদেশি ৭টি ছাগল ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আটকে রেখেছিল। পরে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ছাগলগুলো উদ্ধার করে মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
মন্তব্য করুন