সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু

সুনামগঞ্জের মানচিত্র
সুনামগঞ্জের মানচিত্র

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক নারী। পরে তিন সন্তানের মৃত্যু হয়েছে। শিশুদের মা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন- স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তান সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়াকে (৫) নিয়ে বিষপান করেন যমুনা বেগম নামের ওই নারী। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন।

নিহতদের চাচা মিজানুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে হঠাৎ বাড়ির আশপাশের বাচ্চারা চিৎকার করে বলতে থাকে, ‘‘এরা বিষ খাইলাইছে’’। এরপর আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখি হাছাই (সত্যিই) মা ও বাচ্চারা বিষ খাইছে। এরপর সঙ্গে সঙ্গে তাদের জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সুনামগঞ্জ হাসপাতালে এনেও এদের বাঁচাইতে পারি নাই। তাদের পারিবারিক সমস্যা কিতা আছিল তা কইতাম পারতাম নায়।’

ঘটনাস্থলে থাকা এসআই আলমগীর বলেন, ‘জাহাঙ্গীর পেশায় জেলে। শনিবার বিকেলে মাছ বিক্রির টাকা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে জাহাঙ্গীর মাছ ধরতে চলে যান। রাত ১টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। এদিকে সকালে (রোববার) আনুমানিক ৬-৭টার দিকে ঘরে থাকা মিষ্টির সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে প্রথমে সন্তানদের খাওয়ান যমুনা বেগম। পরে নিজেও খান। এর কিছুক্ষণ পর বিষের যন্ত্রণায় তাদের চিৎকারে জাহাঙ্গীরের ঘুম ভাঙে। জড়ো হতে থাকেন প্রতিবেশীরাও।’

তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী বলেন, ‘ওই নারী বাচ্চাদের নিয়ে সকালে বিষ খেয়েছে। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।’

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, ‘সকালে বিষপান করা চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় তিনজনের রক্তচাপ পাওয়া যায়নি। মাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন

থানা থেকে ছাড়িয়ে নেওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে : রিজভী

তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপহার বিতরণ

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত / পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি

১০

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের

১১

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

১২

২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

১৩

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইশরাক

১৪

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১৫

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান, জরিমানা

১৬

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে নরসিংদী : পুলিশ সুপার

১৭

বয়স বাড়ছে, দাড়ি পাকা বাড়ছে : রণবীর কাপুর

১৮

অর্থ আত্মসাৎ : অগ্রণী ব্যাংকের এমডি-জিএমসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৯

বাবার বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানালেন ববি দেওল

২০
X