মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ক্ষেতের পোকা দমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি

পোকা দমনে ধান ক্ষেতের মাঝে পুঁতে দেওয়া হয়েছে গাছের ডাল। ছবি : কালবেলা
পোকা দমনে ধান ক্ষেতের মাঝে পুঁতে দেওয়া হয়েছে গাছের ডাল। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফসল উৎপাদন খরচ ও কীটনাশকের পরিবর্তে ধানের পোকা দমনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতিতে ধান চাষ। ফলে আমনের মৌসুমে এই পদ্ধতি অনুসরণ কর সুফল পাচ্ছে অনেক চাষিরা। উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, ধান ক্ষেতের মাঝে ১৫ থেকে ২০ হাত দূরে গাছের ডাল, বাঁশের কঞ্চি, টি আকৃতির দণ্ড বা বাঁশের জটা প্রভৃতি খাড়াভাবে জমিতে পুঁতে দেওয়া হয় । সেখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন প্রজাতির পাখি উড়ে এসে বসছে আর ক্ষেতের পোকা ধরে খাচ্ছে। এভাবে কীটনাশক ছাড়া পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার এই পদ্ধতিকেই ‘পার্চিং’ বলা হয়।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি বিভাগ জানান, অনেক কৃষক আমন ফসলের ক্ষেতে কীটনাশক পরিহার করে পোকা দমনে সহজ ও লাভজনক পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন। পোকামাকড় দমনে এটি একটি কার্যকরী ও সফল পদ্ধতি। পার্চিং পদ্ধতি ব্যবহার করলে কৃষককে ধান চাষে অতিরিক্ত খরচ গুনতে হয় না। কৃষকের বাড়ির আঙিনায় বা রাস্তার ধারে গাছের ডাল, কঞ্চি সহজলভ্য বিধায় পার্চিং পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে উপজেলাজুড়ে।

তিনি আরও জানান, ধানক্ষেতের পোকা দমনের জন্য কৃষক ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করায় কিছু উপকারী পোকাও মারা যায় এবং কীটনাশক মানবদেহের জন্যও ক্ষতিকর। এ পদ্ধতি ব্যবহার করলে জমিতে কীটনাশক ব্যবহারও কম হয় এবং কৃষক সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন করতে পারে।

চড়পাড়ার কৃষক হাফিজ উদ্দিন বলেন, পোকাখাদক পাখি পার্চিংয়ের ওপরে বসে। সেখান থেকে উড়ে গিয়ে গিয়ে ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলে। এটি একটি ফলপ্রসূ পদ্ধতি। এর ফলে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছগুলো রক্ষা পাচ্ছে। এ পদ্ধতির প্রয়োগ সত্যিই ফলদায়ক এবং লাভজনক।

অপর চাষি রমজান আলী বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শপূর্বক পার্চিং পদ্ধতি ব্যবহার করে উপকৃত হচ্ছি। এই পদ্ধতি অনুসরণ করায় জমিতে বিভিন্ন রকম পাখি বসে। ফসলে আক্রমণ করা পোকাদের ওরা খেয়ে ফেলে। এতে ফসলে বিষ প্রয়োগের তেমন বেশি প্রয়োজন হচ্ছে না।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী জানান, পার্চিং পদ্ধতি ফসলের পোকা দমনের জন্য অত্যন্ত কম ব্যয়বিহীন এবং পরিবেশবান্ধব হওয়ায় চাষিরা এখন এই পদ্ধতিতে ধান চাষের দিকে ঝুঁকে পড়েছেন। এতে করে জমিতে কীটনাশক কম ব্যবহার করতে হয়। যার ফলে কম খরচে অধিক ফলন পাওয়া যায়। তবে সব ধরনের পাখি পার্চিংয়ে বসে না। মূলত ফিঙ্গে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল, সাত ভায়রা এসব পাখি পার্চিংয়ে বসে পোকা ধরে খায়। ফসল রোপণের পরপরই পার্চিং স্থাপন করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X