রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাইফুল আলম। ছবি : সংগৃহীত
সাইফুল আলম। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই সাইফুল আলমকে (৭৫) লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধার (৫০) বিরুদ্ধে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে এই ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে দেলোয়ার ও তার সহযোগী শিমুল হোসেন (২৫), আবু মুসা মোহন (৩৫) এবং দুই নারীসহ ৭ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।

রায়পুর থানার এসআই কমল দে জানান, ঘটনার পর থেকে আসামিরা ঘরবাড়ি ছেড়ে পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি ও নারিকেল গাছ দখল নিয়ে মৃত সাইদুর রহমান মৃধার দুই ছেলে ঢাকায় বসবাসকারী শপিং ব্যাগ ব্যবসায়ী সাইফুল আলমের (৭৫) সঙ্গে ও গ্রামে বসবাসকারী ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধার বিরোধ চলছে। বুধবার সাইফুল আলম তার পরিবার নিয়ে বাড়িতে বেড়াতে আসেন। ওই বিরোধকৃত জমির জের ধরে শনিবার বিকালে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দেলোয়ার ও শিমুল লাঠি ও গাছের ঢাল দিয়ে সাইফিল আলমের মাথায় আঘাত করলে তিনি মারাত্মক জখম হন। দ্রুত সাইফুল আলমকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার ইয়াসিন মাহমুদ ঢাকায় পাঠালে পথেই মারা যান তিনি।

এদিকে এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, বাড়ির যাতায়াতে রাস্তার জমি ও তিনটি নারিকেল গাছ নিয়ে সাইফুল আলমের সঙ্গে তারই আপন ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধার বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি ও গাছ দখল নিয়ে দুই ভাইয়ের পরিবারে ঝগড়া হয় এবং এক পর্যায়ে মারামারি ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা হয়।

অভিযুক্ত দেলোয়ার মৃধা মোবাইলে জানান, আমার বড় ভাই সাইফুল আলমসহ তার স্ত্রী ও সন্তানরা অন্যায়ভাবে আমার জমি দখল করতে আসে। এ সময় আমি ও আমার পরিবার বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা করে আহত করেছে। আমিসহ তিনজন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছি। আমিও মামলা করব।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, জমি নিয়ে বিরোধে ছোট ভাইসহ তার লোকদের দ্বারা হামলার শিকার হয়ে ব্যবসায়ী সাইফুল আলম নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১০

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১১

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১২

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৩

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৪

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৫

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৬

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৭

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৮

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৯

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

২০
X