শরীয়তপুরের জাজিরায় অপহরণের এক সপ্তাহ পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবু ছায়েদ মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে অভিযান পরিচালনা করে কাজির হাটের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় কিশোরী মেয়েটিকে।
জানা গেছে, আটক হওয়া ব্যক্তি উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কবিরাজ কান্দি গ্রামের মো. সেকেন মাদবরের ছেলে।
এ ঘটনা ভুক্তভোগী কিশোরী মা রুজিনা আক্তার বলেন, আমার মেয়ে স্কুল এবং বাজারে গেলে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং নানা ধরনের প্রস্তাব দিতেন। আমার মেয়ে এসবে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দিতেন আবু চায়েদ। সর্বশেষ আমার মেয়েকে আবু ছায়েদ অপহরণ করলে আমি বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করি।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মেয়েটির গতিরোধ করে নম্বরবিহীন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একই এলাকার আবু ছায়েদ মিয়াসহ ৮ জন সদস্য। ঘটনার পর পুলিশ ছেলের মা ও তার চাচা মোস্তফা মাদবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক কররেন। তবে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানায়।
জাজিরা থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, বড় গোপালপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী একটি কিশোরী অপহরণ করা হয়েছিল। আমরা অভিযান চালিয়ে অপহরণকারীসহ মেয়েটিকে উদ্ধার করি এবং আদালতে পাঠাই।
মন্তব্য করুন