রংপুর জেলার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসায় অধ্যক্ষ এ,এস,এম আব্দুস সালামের স্বেচ্ছাচারিতায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি অমান্য করে প্রতিষ্ঠানটির ‘শিক্ষক প্রতিনিধি’ নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গত ০৬/০৩/২২ ইং নির্বাচনের মাধ্যমে ১/ মো. মেছবাহুল ইসলাম (সহকারী অধ্যাপক- ইসলামের ইাতহাস), ২/ মো. আজিজুর রহমান (প্রভাষক আরবি) এবং ৩/ মো. সোহেল রানা (সহকারী শিক্ষক- কম্পিউটার) ‘শিক্ষক প্রতিনিধি’ সদস্য হিসেবে সদস্য নির্বাচিত হন। এবং গত ২৩/০৪/২০২২ ইং (স্মারক নম্বর-তা.কা.মা-৪৩৬/০২/২২) এর মাধ্যমে অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কর্তৃক চূড়ান্তভাবে ২৩/০৫/২২ খি. স্মারক নম্বর- (ইআবি/রেজি/প্রশা/হা.গ.ব/খ-৪১/২০১৬/৩০১১) এর আলোকে গভর্নিংবডির প্রথম সভার তারিখ- ২২/০৪/২০২২ খি. হিইতে ২১/০৪/২৫ খ্রি. পর্যন্ত কতিপয় শর্ত সাপেক্ষে ৩ (তিন) বছরের জন্য নির্বাচিত ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্যসহ প্রতিষ্ঠানটির ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গভর্নিং বডি অনুমোদন প্রাপ্ত হন।
শর্তসমূহ : ১. গভর্নিং বডির অদক্ষতা, আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যদি মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখা বা সুষ্ঠভাবে পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়, তবে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক গভর্নিং বডি বাতিল করতে পারবে। ২. গভর্নিং বডির নির্বাচন বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন পূর্বে অনুষ্ঠিত হতে হবে। এবং ৩. অবশ্যই বর্তমান কমিটির মেয়াদের মধ্যে পরবর্তী গভর্নিং বডি অনুমোদনের জন্য জমা দিতে হবে।
উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যাল কর্তৃক ‘অনুমোদিত ও নির্বাচিত’ শিক্ষক প্রতিনিধিগণের অপসরনের জন্য নির্বাচন বিধি মালা ৭.১/৭.২(ক) এবং ৭.৩(ক) ধারার বিধান তোয়াক্কা না করেই অধ্যক্ষ গভর্নিং বডির রেজুলেশন ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই ১৪/০৫/২৩ ইং তারিখ ‘শিক্ষক প্রতিনিধি’র নির্বাচনী তফশীল ঘোষণা করেন। এবং ২১/০৫/২৩ ইং তারিখ উক্ত তফশিল স্থগিত ঘোষণা করেন। এবং ২৭/০৯/২৩ ইং পূণরায় স্থগিতকৃত ‘শিক্ষক প্রতিনিধি’র নির্বাচন ঘোষণা করেন। যাহা একটি প্রহসনের নির্বাচন বলে ‘সহকারী জজ আদালত’ তারাঞ্জ রংপুরে একটি অভিযোগের ভিত্তিতে আদালত কর্তৃক নির্বাচনের উপর অস্থায়ী স্থগিত আদেশ করা হয় এবং কেন নির্বাচন করতে পারবেন মর্মে আদালত অধ্যক্ষের নিকট একটি জবাব আহ্বান করেন। মামলা নম্বর- অন্য ১৬৫/২০২৩। এ ছাড়াও ‘শিক্ষক প্রতিনিধি’ পদ শূণ্য ঘোষণায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বরাবর ১৯/০৯/২৩ তারিখে লিখিত অভিযোগ করেন। যাহার ডকেট নম্বর- ৩৩০১।
আরও উল্লেখ থাকে যে, গভর্নিং বডির নির্বাচন বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩০ দিন পূর্বে অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন পূর্বে খসরা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত এবং গভর্নিং বডি কর্তৃক অনুমোদন করার বিধান থাকা সত্ত্বেও অধ্যক্ষ তা অনুসরন না করেই নির্বাচন সম্পন্ন করেছেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সাথে কথা হলে তিনি বলেন, আমি নিয়মের মধ্যে থেকেই নির্বাচন দিয়েছি, যদি আদালতের আদেশ অমান্য করি তাহলে তো বাদীর জন্য ভালো। আমার উপর আদালত ভায়োলেন্স করার দায়ে মামলা হবে। দাপ্তরিকভাবে বিধি লংঘন করলেও তো কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবেন। এবং তিনি গভর্নিং বডি সভাপতির সাথে কথা না বলে আর কিছু বলতে পারবেন না বলে অনিয়মের বিষয়গুলো এড়িয়ে যান।
মন্তব্য করুন