রাজবাড়ীর জেলা কারাগারে অসুস্থ হয়ে সাইদুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভোররাত ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইদুর রহমান রাজবাড়ী সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি কালবেলাকে বলেন, কয়েদি সাইদুর রহমান ভোর রাতে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে চিকিৎসা প্রদানের পর মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করেছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মন্তব্য করুন