ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, মারধর করে আহত করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২১ জন সাংবাদিক হামলার শিকার হয়েছে। এটা কখনোই কাম্য হতে পারে না। পুলিশকে মারধরের ভিডিও তুলতে যাওয়ায় সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দাবি করেন বক্তারা।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, আহ্বায়ক কমিটির সদস্য ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু প্রমুখ।
এ ছাড়া কালের কণ্ঠ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক গাজী এস এইচ ফিরোজী, বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় ও বণিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী বক্তব্য রাখেন।
মন্তব্য করুন