লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য শূন্যপদে ৪ প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় এর মধ্যে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। প্রার্থী তিনজন হলেন জাতীয় পার্টির (লাঙ্গল) মো. রাকিব হোসেন, জাকের পার্টির (গোলাপ ফুল) সামছুল করিম খোকন ও ন্যাশনাল পিপলস পার্টির (আম) সেলিম মাহমুদ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রোববার (৫ নভেম্বর) উপনির্বাচনে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রে ১ লাখ ২৮ হাজার ৬১২ জন ভোট পড়ে। এটি মোট ভোটারের ৩১.৮৫ শতাংশ।
এর মধ্যে ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ রাকিব হোসেন ৩ হাজার ৮৪৬, জাকের পার্টির (গোলাপ ফুল) সামছুল করিম খোকন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (আম) সেলিম মাহমুদ ৫১৩ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী লাঙ্গলের চেয়ে প্রায় ৩১ গুণ বেশি ভোট পেয়েছেন। এ ছাড়া গোলাপের চেয়ে প্রায় ৫৬ গুণ ও আম প্রতীকের চেয়ে প্রায় ২৩৫ গুণ বেশি ভোট পেয়েছে নৌকা।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, জামানত রক্ষায় আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের অন্তত এক ভাগ ভোট পেতে হয়। লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে প্রদত্ত ভোটের আটের এক ভাগ হচ্ছে ১৬ হাজার ৭৬ ভোট। কিন্তু নির্ধারিত ভোট আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কেউ পাননি। তাই অন্য তিন প্রার্থীর জামানত বাতিল হচ্ছে।
মন্তব্য করুন