

নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে আলী আহামদ (৬৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজন হলো। বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলী আহামদ সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহতের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে হাসান বানু ও তার ছেলে ওমর ফারুক চিকিৎসাধীন। এর আগে জমির উদ্দিন ও সাহারা খাতুন মারা যান।
মন্তব্য করুন