সাভারে অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় থানা রোডের একটি বাসা থেকে বিপুল পরিমাণ রক্তসহ ব্যাগ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ওই চক্রটি নেশাগ্রস্ত থেকে শুরু করে অনেকের কাছ থেকে অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করে এবং বিভিন্ন শহরে বিক্রি করে থাকে। বিপজ্জনক বিষয় হলো, এসব রক্তের কোনো ক্রস ম্যাচ না করেই এবং ক্রস ম্যাচিং করতে যেসব পরীক্ষার প্রয়োজন, সেগুলো না করেই সংগ্রহ করা হয় রক্ত। সেই সঙ্গে কোনো সনদ বা লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল চক্রটি।
সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন ও তার দল এবং স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এই অপরাধীকে বিচারের আওতায় আনা হয়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জেল ও জরিমানার আদেশ দিয়েছেন।
মন্তব্য করুন