দেশব্যাপী অবরোধের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন