জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় রায়হান মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের জয়পুরহাট ক্যাম্প-৫ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল ইউনিয়নের গতনশর নামক স্থানে ১০-১২ জনের দুর্বৃত্তরা পাথরবোঝায় ট্রাকটিতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ট্রাকের গতি কমিয়ে তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে পাথর বোঝাই ট্রাকে আগুন ধরে যায়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় ট্রাকচালক আকাশ হোসেন বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করেন। এ মামলায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা প্রযুক্তির সাহায্যে রায়হান মন্ডলকে (৩০) সদর উপজেলার হিচমি বাইপাস বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রায়হান মন্ডল হিচমি গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক কালবেলাকে জানান, ‘গ্রেপ্তারকৃত রায়হান মন্ডল মামলার এজাহার নামীয় আসামি। তাকে জয়পুরহাট সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন