বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে আধা পাকা ধানে মই দেওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় আমন ধান পানির নিচে রয়েছে। ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত কৃষকদের কাপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের অনেক জমির রোপণকৃত আমন ও ইরি ফসল বৃষ্টিতে তলিয়ে গেছে। আমন ধান হেলে পড়েছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শীতের আগাম সবজিও ক্ষতির মুখে পড়তে শুরু করেছে। এই ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ কম দেখছেন কৃষকরা।
চাষিরা বলেছেন, মাত্র ১০-১৫ শতাংশ আমন ধানের শিষ বের হয়েছে। শিষ বের হওয়ার ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সোনার ফসল মাঠে রেখে স্বস্তিতে নেই কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, তালুকদারপাড়া, নয়াভাইজোড়া, লাউপাড়া, সওদাগরপাড়াসহ কয়েকটি এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে ধান চাষিরা অনেক স্বপ্ন নিয়ে আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় 'মিধিলি' কৃষকদের শল্কায় ফেলে দিয়েছে। এখন আর কৃষকদের মুখে হাসি নেই। পানির নিচে যেসব আমন ধান রয়েছে তা সবই চিটা হয়ে যাবে বলেও জানান তারা।
কৃষক নিজাম হাওলাদার বলেন, এবারের মৌসুমে অনাবৃষ্টির জন্য শুরু হতে এমনিতেই চাষ করতে দেরি হয়েছে।
মন্তব্য করুন