নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে নওগাঁ জেলায় আনন্দ-উল্লাসের মধ্যে হঠাৎ করে সেখানে আগুনের ঘটনা বিষয়টি সন্দেহের চোখে দেখছে স্থানীয়রা।
জানা যায়, রোববার (২৬ নভেম্বর) বিকেলে নৌকার মনোনয়নপ্রত্যাশীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এতে নওগাঁ ৬টি আসনের মধ্যে ৪টিতে বহাল ও ২টি আসনে নতুন মুখের নাম ঘোষণা করেন তিনি। এরপর শুরু হয় স্ব স্ব এলাকায় আনন্দ উল্লাস, বিতরণ করা হয় মিষ্টি। অপরদিকে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধ চলছে। তাই হঠাৎ করে মহাদেবপুরে বাসে আগুনের ঘটনা অনেকেই সন্দেহের চোখে দেখছেন। বিষয়টি নিয়ে তদন্তের জোর দাবি জানিয়েছেন সচেতনরা।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
থানার ওসি মো. মোজাফফর হোসেন মুঠোফোনে কালবেলাকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।
মন্তব্য করুন