দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পক্ষে তার জ্যেষ্ঠ ছেলে মোহাম্মদ নিজামুল আলম এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপক মাসুদুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর নগরীর মনছুরাবাদে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ মনজুর আলম। এ সময় তিনি বলেন, ‘আগ্রাবাদ আমার বাপ-দাদার এবং আমার জন্মস্থান। আমাদের বংশ অলি-আউলিয়ার বংশ। আমার পিতা একজন কামিলিয়ান ছিলেন। দরবারে মুসাবিয়ার তিনি মুরিদ ছিলেন। আমরা জন্মসূত্রে মানবসেবায় নিয়োজিত। আমাদের সেবার পরিধি ব্যাপক। ধর্মীয়ভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থানের মাধ্যমে মানবসেবা ছাড়াও কলেজ, স্কুল, দাতব্য চিকিৎসালয় পরিচালনাসহ বহুমাত্রিক সেবা চলমান।’
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়ার মূল লক্ষ্য হলো মানবসেবা। তিনি সবাইকে তার সেবাধর্মী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে সমর্থন জানিয়ে অভিমত ব্যক্ত করেন। পরে তিনি হজরত মনছুর আলী শাহ মাজার জেয়ারত ও ফাতেহা পাঠ করেন।
মন্তব্য করুন