বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছরে দ্বিগুণ সম্পদ বেড়েছে বরিশালের পাঁচ সংসদ সদস্যের, কমেছে একজনের

বরিশালের বিভাগের ম্যাপ। ছবি : কালবেলা
বরিশালের বিভাগের ম্যাপ। ছবি : কালবেলা

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে একটি আসন বাদে বাকি পাঁচটিতেই বর্তমান সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননও প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশালের একটি আসনে। তারা সবাই নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।

হলফনামার তথ্য বলছে, গত পাঁচ বছরে ছয়জনের মধ্যে পাঁচজন সংসদ সদস্যেরই আয় বেড়েছে দ্বি-গুণ থেকে বহুগুণ। এমনকি তাদের স্ত্রী-সন্তান এবং নির্ভরশীলদের আয়ও বেড়েছে। সবারই স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ কোটি টাকার ওপরে। তবে একমাত্র বরিশাল-৬ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা ওরফে রতনা আমিনের সম্পদ গত পাঁচ বছরে অর্ধেকে নেমে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) :

হলফনামার তথ্য অনুযায়ী, জেলার গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া ২০১৩ সালে তার হলফনামায় দেখা যায়, ওই সময় তিনি তার বাৎসরিক আয় দেখিয়েছিলেন ২৫ লাখ ৪৪ হাজার টাকার ওপরে। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে আয় দেখানো হয় ২ কোটি ৪৮ লাখ টাকার বেশি। এবারের ২৪ সালের নির্বাচনী হলফনামায় তিনি আয় দেখিয়েছেন চার কোটি ১৭ লাখ টাকার বেশি।

এ ছাড়া দুটি জিপগাড়িসহ মোট ৩৩ কোটি ৫২ লাখেরও বেশি টাকার অস্থাবর সম্পদ এবং এবং ১ কোটি ৭০ লাখেরও বেশি টাকা মূল্যের ১৭ একর কৃষি জমি, ৪১.০৪৯ একর অকৃষি জমি, ঢাকার কলাবাগানে ১টি দালান ও যৌথ নামে নিজ গ্রামে পৈত্রিক বাড়ির একাংশ দেখানো হয়েছে স্থাবর সম্পদের বিবরণে। তবে তাঁর স্ত্রীর মৃত্যুর কারণে সম্পদের হিসাব শূন্য।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) :

আসনে বর্তমান সংসদ সদস্য শাহে আলম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করেননি নির্বাচনে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) :

আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। গত পাঁচ বছরে তাঁর আয় বেড়েছে দ্বিগুণের বেশি। ২০১৮ সালের হলফনামায় তার বাৎসরিক আয় ছিল ৬ কোটি ১০ লাখ টাকার বেশি। এবারের নির্বাচনে তিনি আয় দেখিয়েছেন প্রায় ১৯ কোটি টাকা।

তাছাড়া ২০১৮ সালে প্রায় ৪ কোটি টাকার অস্থাবর সম্পদ ছিল বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর। পাঁচ বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি টাকার ওপরে। এমনকি পূর্বের নির্বাচনে স্ত্রীর অস্থাবর সম্পদ না থাকলেও এবারের নির্বাচনে স্ত্রীর নামে অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৪ কোটি টাকার ওপরে।

একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। হলফনামায় বর্তমানে তিনি তার আয় দেখিয়েছেন আয় ৬ লাখ ৯৬ হাজার ৩৪৫ টাকা। যা ২০১৮ সালে ছিল ১২ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা। পূর্বের নির্বাচনে অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন ৭৫ লাখ ৭৮ হাজার ৩৩৭ টাকা। গত পাঁচ বছরে তা বেড়ে ৩৭ কোটি ৮১ লাখ এক হাজার ১৪২ টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া গত নির্বাচনে স্থাবর সম্পত্তি পরিমাণ ৩৭ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে স্থাবর সম্পত্তির পরিমাণ একই অবস্থানে রয়েছে।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) :

আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের পংকজ নাথ। তবে এবারের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। তার পরিবর্তে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। গত পাঁচ বছরে যার আয় বেড়েছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি তার বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৩৫ লাখেরও বেশি টাকা। পাঁচ বছরের ব্যবধানে তার আয় বেড়ে ৪৩ লাখেরও বেশি টাকা হয়েছে।

এ ছাড়া বর্তমানে ২৪ কোটি ৯৩ লাখ ৫ হাজার ১৭১ টাকা মূলের অস্থাবর সম্পত্তি এবং রাজউকের পূর্বাচলে ২৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের (প্লট) স্থাবর সম্পত্তি রয়েছে। ২০১৮ সালে তিনি ৫৯ হাজার ৬১৪ টাকা মূল্যের অস্থাবর এবং ৬৬ হাজার ২১ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন। সে হিসেবে তার এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বেড়েছে।

বরিশাল-৫ (বরিশাল সদর) :

এদিকে সিটি করপোরেশন ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন গিয়ে গঠিত বরিশাল-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। আসন্ন নির্বাচনেও নৌকার টিকিট পেয়েছেন জাহিদ ফারুক।

২০১৮ এবং আসন্ন ২০২৪ সালের জাতীয় নির্বাচনের হলফনামা বলছে, গত পাঁচ বছরে জাহিদ ফারুক শামীমের সম্পদ এবং আয় বেড়েছে বহুগুণ। ২০১৮ সালে তাঁর বাৎসরিক আয় ছিল সাড়ে চার লাখেরও বেশি টাকা। গত পাঁচ বছরে তা বেড়ে দেড় কোটির বেশি হয়েছে। এমনকি স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও বেড়েছে তার। ব্যক্তিগত গাড়িসহ ২ কোটি ৭ লাখ টাকার বেশি সম্পদের মালিক তিনি। তার স্ত্রীরও রয়েছে ২ কোটি ২৩ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ। রয়েছে নাল জমি, ভিটাবাড়ি ও দুটি স্থাবর সম্পদ। যার মূল্য কোটি টাকার ওপরে।

একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় হলফনামায় তিনি বাৎসরিক আয় দেখিয়েছিলেন ৮ লাখ ৩১ সহস্রাধিক টাকা। বর্তমানে তার সেই আয়ের পরিমাণ বেড়ে ২০ লাখ ৪০ হাজার টাকা হয়েছে।

তাছাড়া ২০১৮ সালে সিটি নির্বাচনের সময় হলফনামায় তিনি ১টি রিকন্ডিশন মাইক্রোবাস, কিছু আসবাবপত্রসহ ৮ লাখ ৮১ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন। আর স্থাবর সম্পদের তালিকায় ছিল অকৃষি জমির খাতে ঢাকার পূর্বাঞ্চলে রাজউকের প্লট ও গুলশানের নিকেতনে ফ্ল্যাট। এবারের হলফনামায় অস্থাবরে নিজ নামের ঘরে ২ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকার অধিক সম্পদ এবং তাঁর স্ত্রীর নামে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) :

জেলার একমাত্র নারী সংসদ সদস্য বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রতনা। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আবারও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে ক্ষমতার গত পাঁচ বছরে তাঁর আয় এবং সম্পদের পরিমাণ অর্ধেকে নেমেছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।

হলফনামা বলছে, বর্তমানে এ সংসদ সদস্যের বাৎসরিক আয় ৩০ লাখ ৬৮ হাজার ৫৭৯ টাকা। ২০১৮ সালে যার পরিমাণ ছিল ৫৫ লাখ ৮৮ হাজার ৫৯৬ টাকা। ওই সময় নিজের দুটি ল্যান্ড ক্রুজারসহ চার কোটি ৩২ লখ ৮৪ হাজার ৩২৪ টাকা মূল্যের অস্থাবর এবং ৩৭ লাখ ১৭ হাজার ৬৬৭ টাকা মূল্যে অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। তবে বর্তমানে অস্থাবর সম্পত্তি ৩৬ কোটি ৮১ লাখ এক হাজার ৪২৩ টাকার এবং ৮৯ লাখ ৭৭ হাজার ৯৪২ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি দেখিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে জুলাই ঐক্য’র জরুরি সভা, আসতে পারে নতুন সিদ্ধান্ত

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা দুর্জয়

চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

১০

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

১১

নাম্বার ওয়ান বিটিএস

১২

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

১৩

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

১৪

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১৫

ভারত-পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ

১৬

গাছ কাটার প্রমাণ তদন্তে মিললেও প্রতিবেদনে নেই

১৭

বিশ্লেষণ / কাশ্মীরের কী লাভটা হলো

১৮

বিক্ষোভে উত্তাল তেল আবিব

১৯

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

২০
X