দিনাজপুরের বীরগঞ্জে চালভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ট্রাকের সামনের অংশসহ বেশকিছু চাল পুড়ে যায় বলে জানিয়েছেন বীরগঞ্জ ফায়ার সার্ভিস।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের আমতলী মোড়সংলগ্ন এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, রাত আনুমানিক ১০টা ৫০মিনিটে চাল ভর্তি একটি আইসার ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৮-২৫৮৬) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে তারা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ট্রাকের সামনের অংশসহ বেশকিছু চাল পুড়ে যায়। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, দিনাজপুরের সেতাবগঞ্জ হতে রংপুরের মাহীগঞ্জে যাওয়ার পথে চাল ভর্তি একটি ট্রাকে বীরগঞ্জের আমতলী মোড় সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন