বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিক টিপু সুলতানকে গুলি করে হত্যার হুমকি

বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক বিতর্কিত সভাপতি দুলাল ওরফে রানা। ছবি : কালবেলা
বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক বিতর্কিত সভাপতি দুলাল ওরফে রানা। ছবি : কালবেলা

জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি এসএম টিপু সুলতানকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাহুবল উপজেলা পরিষদের গেইটের কাছে এ হুমকি দেয় উপজেলা ছাত্রলীগের সাবেক বিতর্কিত সভাপতি দুলাল ওরফে রানা।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দুলালের বিরুদ্ধে বিভিন্ন অপরাধকর্মের ভিডিও প্রতিবেদন দৈনিক কালবেলা অনলাইনে প্রকাশিত হয়। দুলাল সন্দেহ প্রবণ হয়ে ওই নিউজের দায়ে সাংবাদিক এস এম টিপু সুলতানকে দায়ী করে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়ায় যা মানুষের মুখে মুখে রটে।

শনিবার দুপুর ১টার দিকে সাংবাদিক এস এম টিপু সুলতান ও দৈনিক মানবকণ্ঠের বাহুবল প্রতিনিধি নাজমুল ইসলাম হৃদয় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে উপজেলা গেইটের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার নিয়ে এসে থামেন।

পরে গাড়ি থেকে নেমেই টিপু সুলতানকে ‘কালবেলা পত্রিকা আমার বিরুদ্ধে লিখলে কেন তোকে এখন গুলি করে হত্যা করব’ বলে হুমকি দেয় দুলাল। এ সময় উপস্থিত সাংবাদিক নাজমুল ইসলাম প্রতিবাদ করলে তার হাতের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আশেপাশের লোকজনকে আসতে দেখে দুলাল গাড়ি নিয়ে উপজেলা পরিষদ চক্কর দিয়ে চলে যায় এবং পরে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক টিপু ও নাজমুল নিরাপত্তাহীনতা বোধ করছেন।

এ ঘটনায় টিপু সুলতান বাদী হয়ে দুলালকে আসামি করে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খুর্শেদ আলীর পুত্র দুলাল। মো. দুলাল মিয়া নামে জাতীয় পরিচয়পত্র থাকলেও তার রয়েছে রানা মালদার নামে পাসপোর্ট এবং সে ইতালী প্রবাসী। তার বিরুদ্ধে আদালতে রয়েছে সন্ত্রাস, মারামরি, চাঁদাবাজির একাধিক মামলা। তার অত্যাচারে গ্রামের মানুষও অতিষ্ট হয়ে উঠেছেন। ছাত্রলীগ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের ম্যাজিকে দশজন নিয়েও জয়ের হাসি রিয়ালের

জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুর প্রতিক্রিয়া

যোগ্য-নীতিবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে : আজিজুর রহমান

শিল্পী ফরিদা পারভীন আর নেই

স্বৈরাচার পতনে রাজপথে থাকা গণমাধ্যমকর্মীরাও জুলাই যোদ্ধা : তারিকুল হাসান

ব্যারিস্টার ফুয়াদকে এক হাত নিলেন হামিম

সাংবাদিক আরিফিন তুষার রয়ে যাবেন স্মৃতির পাতায়

জাকের-শামীমে ভর করে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

বিদেশি ঘটনাকে মাগুরার বলে চালিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পুলিশ

নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির সময় আটক তিন

১০

রাকসুতে ২৯ হাজার ভোট, ম্যানুয়ালি গণনার দাবি ছাত্রদলসহ দুই প্যানেলের

১১

পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের 

১২

জাকসুর ফলাফল ঘোষণায় কেন এত সময় লাগল?

১৩

হেরে যাওয়ার পর যা বললেন শিবিরের ভিপি প্রার্থী

১৪

পাঁচ বছরেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব : শফিকুর রহমান

১৫

রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

১৬

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন গড়তে হবে’

১৭

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : জিকে গউছ

১৮

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা, গ্রেপ্তার ১

১৯

বিজয়ী জিতুকে সহযোগিতার প্রতিশ্রুতি হেরে যাওয়া শিবিরের ভিপি প্রার্থীর

২০
X