ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কিলঘুষিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আনোয়ারা বেগম ওরফে শানু বেগম (৬০) কুমারখালী গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমারখালী গ্রামের একই বাড়ির শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। সেই জের ধরে আকমত হাওলাদারের স্ত্রী সাথী বেগমের সঙ্গে প্রতিবেশী রেজাউল হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম, পান্না বেগম ও নিহত শানু বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে সাথীর ভাশুর আতিয়ার এসে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে আতিয়ার হালাদার শানু বেগমকে কিলঘুষি দিলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, হত্যা মামলা হয়েছে। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন