চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) ভারত থেকে ৬টি ট্রাকে ১৬৩ টন পেঁয়াজ এসেছে। এর আগে গতকাল রোববার ১০টি ট্রাকে দেশে ২৭৭ টন পেঁয়াজ আসে। এ দিয়ে গত দুই দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৪০ টন পেঁয়াজ এসেছে।
তবে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও কীভাবে পেঁয়াজ এলো- এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ ঘোষণার আগে যে পেঁয়াজগুলোর লেটার অব ক্রেডিট (এলসি) করা ছিল, সেগুলো এখন আসছে।
সোনামসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন, শনিবার (৭ ডিসেম্বর) থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। রোববার (১৭ ডিসেম্বর) ১০টি ট্রাকে ২৭৭ টন আর ও সোমবার ৬টি ট্রাকে ১৬৩ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। এ দিয়ে গত দুই দিনে ১৬টি ট্রাকে ৪৪০ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে।
উল্লেখ্য, এর আগে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপরই বাংলাদেশে এক লাফে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। এ সময় বাজারের দেশের মুড়ি কাটা পেঁয়াজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করে।
মন্তব্য করুন