আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ডাকা অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের মিরপুর পৌর বাস টার্মিনাল থেকে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের রামগাঁতী পর্যন্ত মিছিল করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৭ জানুয়ারির অবৈধ ভোট মানি না। ওই ভোট আমরা বর্জন করলাম।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্যসচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
মন্তব্য করুন