ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপার খুলে নেওয়ার চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় টের পেয়ে তিনজনকে ধাওয়া করে দায়িত্বরত আনসার সদস্যরা।
সূত্রে জানা গেছে, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিল কয়েকজন আনসার সদস্য। তারা ফাজিলপুর রেলস্টেশনে দিকে টহল দেওয়ার সময় টের পান, তিন যুবক ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপার খোলার চেষ্টা করছেন। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাদের ধাওয়া করলে ওই তিন যুবক পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। জানে আলম সুফিয়ান জানান, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তিন যুবককে ধাওয়া করে। সেখানে দুর্বৃত্তদের খুলে ফেলা ১২টি স্লিপার উদ্ধার করা হয়।
ফাজিলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ১২টি স্লিপার ছাড়া ট্রেন চলাচলে অসুবিধা হবে না, তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশীদ জানান, খবরটি শুনেছি। বিষয়টি জিআরপিকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন