নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী প্রচারে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ব্যবহার করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বুধবার (২৭ ডিসেম্বর) নাটোর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সহকারী জজ শারমিন খাতুনের শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন নৌকার পার্থী ও বর্তমান সংসদ সংসদ শফিকুল ইসলাম শিমুল।
শফিকুল ইসলাম শিমুল তার ব্যাখ্যায় বলেন, গত (২৫ ডিসেম্বর) বুধবার আমার নির্বাচনী এলাকা ৫৯ (নাটোর-২) এর বিভিন্ন স্থানে গণসংযোগের সময়সূচি হিসেবে আমি কাফুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ডের নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করি। এ সময় আমার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ কাফুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপস্থিত হয়।
তিনি বলেন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৌকাবিরোধী হওয়ায় তিনি (ইউপি চেয়ারম্যান) সুকৌশলে আমার নেতাকর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে ইউনিয়ন পরিষদের ভেতরে ডেকে নেয়। পরে আমি উপস্থিত হয়ে বিষয়টি উপলব্ধি করলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে আসি।
শিমুল আরও বলেন, আমার এমন কাজে যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, তা আমার সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি। আমি আমার অনিচ্ছাকৃত ত্রুটি বা ভুলের জন্য আপনার নিকট আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এরূপ কোনো ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে আমি সচেতন থাকব। আমি ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করছি।
মন্তব্য করুন