চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

অসহায় শীতার্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স

চুয়াডাঙ্গায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ও শনিবার (৩০ ডিসেম্বর) আলমডাঙ্গা উপেজলায় শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। পুরো শীতজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ভলান্টিয়াররা। গরিব অসহায় মানুষের বাসায়ও পৌঁছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।

শীতবস্ত্র পেয়ে এক বৃদ্ধা বলেন, শীতে খুব কষ্টে ছিলাম। কম্বলটি পেয়ে খুব উপকার হলো। আপনাদের জন্য দোয়া করি। কম্বল পেয়ে মাদ্রাসায় পড়ুয়া এক শিশুশিক্ষার্থীর চোখে প্রশান্তির ছাপ দেখা যায়।

এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আরফিন রাজ্জাক, সাকিব আহমেদ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিরাজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াসির আল মাসতুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসিনা আক্তারসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক আসলাম হোসেন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষ দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসির আল মাসতুর বলেন, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ।

সংগঠনের সদস্য ও বুয়েট শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, চুয়াডাঙ্গার অনেক মানুষ ঢাকা ও দেশের বাইরে অবস্থান করছেন, আপনারাও এগিয়ে আসুন এসব শীতার্ত মানুষের কল্যাণে। অথবা আমাদের মাধ্যমেও সহায়তা দিতে পারেন, আমরা পৌঁছে দেব গরিব অসহায় মানুষের কাছে। সবাইকে নিয়ে আমরা সম্প্রতির চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই।

সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মিরাজ আহমেদ বলেন, তীব্র শীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমরা আশা করি, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের পাশাপাশি জেলার ধনাঢ্য ব্যক্তিরাও এগিয়ে আসবে। চুয়াডাঙ্গাতে এমনিতেই বেশি শীত। এ মুহূর্তে সবার সম্মিলিত সহায়তা দরকার।

শীতবস্ত্র উপহার বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের সদস্য রনি বিশ্বাস বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে শীতবস্ত্র উপহার বিতরণ কার্যক্রম শুরু করলাম। আগামীতে জেলার পাঁচটি থানায় চলবে। আমাদের সামর্থ্য অনুযায়ী পরবর্তী সময়ে ইউনিয়নেও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থী তাবাসসুম হাসান, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির প্রিয়াংকা বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইমরান হোসেন, রোকসানা জেবা, সাকিব আল হাসান, জিতু আহসান, সালেকীন আহমেদ প্রমুখ।

সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স আরও পাঁচটি বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, বিজনেস প্ল্যাটফর্মসহ আগামীর নেতৃত্ব তৈরির জন্য লিডারশিপ প্রোগ্রাম পরিচালনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১০

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১১

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১২

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৩

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৪

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৫

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৭

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৮

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৯

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

২০
X