কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। তবু তার নির্বাচনী সভায় খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আশাও ব্যক্ত করেন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার সদর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তিনি এই আশা ব্যক্ত করেন।
আখতারুজ্জামান বলেন, আজকে আমার জনসমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে বলতে পারবেন বাংলাদেশে অন্তত কটিয়াদী-পাকুন্দিয়াতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারপরও যদি কারসাজি করেন ঘরে ঘরে আগুন লাগবে।
এ সময় আখতারুজ্জামান রঞ্জন তার দেওয়া কর্মসূচি বাতিল করে আরও বলেন, আজকে আমাদের মিছিলের যে কর্মসূচি ছিল তা বাতিল করা হলো। কারণ, এমনিতেই পাকুন্দিয়ায় জ্যাম হয়ে যায়। মিছিল দিলে গাড়ি চলতে পারবে না। পাকুন্দিয়া শহরকে আমরা জানজট মুক্ত শহর করব। এরপরই আখতারুজ্জামান খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন