চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ভারতীয় ৩৪০ রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগেই মাদক ফেলে স্ত্রীকে নিয়ে পালিয়েছে সাহেব আলী।
মঙ্গলবার (২ জানুয়ারি) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৫টায় মনাকষা বিওপির বিজিবি সদস্যরা জগন্নাথপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় গ্রামের মাহবুল আলমের ছেলে মো. সাহেব আলীর (৩০) বাড়ি তল্লাশি করে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করা হয়। তবে, অভিযান টের পেয়ে মো. সাহেব আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন