দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ সময়ে চাঁদপুর-৫ আসনের শাহরাস্তিতে নৌকা ও ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের মুখোমুখি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকেই এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা হচ্ছেন- নৌকার সমর্থক ফরিদ আহম্মেদ(২৫), শাহ আলম মিজি(৩০) এবং ট্রাক প্রতীকের সমর্থক ফখরুল খান(২১) ও রাজু হাওলাদার (২৪)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শোরসাক উত্তর বাজার হতে দক্ষিণ বাজার নৌকার সমর্থনে মিছিল নিয়ে আসার পথে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সামনে আসলে উভয়পক্ষের সমর্থকদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হট্টগোল এবং পরে দু'পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রধান সমন্বয়ক ইলিয়াস মিন্টু জানান, পূর্ব পরিকল্পিতভাবে নৌকার মিছিলে ট্রাক সমর্থকরা হামলা চালায়। আমরা এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের সমন্বয়ক মো. কামরুজ্জামান মিন্টু জানান, নৌকার সমর্থকরা আমাদের ট্রাক সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।
এ বিষয়ে চাঁদপুৃর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, তথ্য পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
মন্তব্য করুন