মাদারীপুর-১ (শিবচর) আসনে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন)। মোট ১০২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
নূর-ই-আলম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১৮২৬ ভোট। এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকে মো. তোফাজ্জেল হোসেন খান (তোতা) পেয়েছেন ১০৩৪ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত দশটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এ ফলাফল ঘোষণা করেন।
১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলায় ভোটকেন্দ্র আছে ১০২টি। এদিন সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়।
শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
মন্তব্য করুন