ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমানুল্লাহকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এদিকে এমন অভিযোগে বর্তমান চেয়ারম্যান জামিরুল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শ্যামকুড় বাজারে নৌকার সমর্থক জামিরুল চেয়ারম্যান ও তার ভাই দলবল নিয়ে সাবেক চেয়ারম্যান আমানুল্লাহকে পিটিয়ে জখম করে।
এ ঘটনার পর রাতেই বর্তমান চেয়ারম্যান জামিরুলকে আটক করা হয়। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে ট্রাক প্রতীকে ভোট করেন। এর জের ধরে সন্ধ্যার দিকে শ্যামকুড় বাজারে নৌকার সমর্থক জামিরুল চেয়ারম্যান ও তার ভাই দলবল নিয়ে আমানুল্লাহকে মারধর করেন।
মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় রাতেই বর্তমান ইউপি চেয়ারম্যান জামিরুলকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন