বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সাতটি আসনে সাড়ে ২৪ হাজার ভোট বাতিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে এবার প্রদত্ত ভোটের মধ্যে ২৪ হাজার ৫০৬টি ভোট বাতিল করা হয়। বাতিলের হার ২ দশমিক ৯০ শতাংশ। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়ায় বর্তমানে ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন ভোটারের মধ্যে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে ৮ লাখ ৪৩ হাজার ৫৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল ২৯ দশমিক ৮০ শতাংশ। অবশ্য প্রদত্ত ভোটের মধ্যে নানা কারণে ২৪ হাজার ৫০৬টি ভোট বাতিল করা হয়। বাতিলের হার ২ দশমিক ৯০ শতাংশ।

নির্বাচনে সাতটি আসনের মধ্যে আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোট মনোনীত পাঁচজন প্রার্থী বিজয়ী হন। বাকি দুটি আসনের একটিতে এক আওয়ামী লীগ নেতা এবং অপর একটি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিজয়ী হন।

আসনভিত্তিক ভোটের হিসেবে দেখা গেছে, বগুড়া-১ আসনে ৩৪ দশমিক ২৯ শতাংশ, বগুড়া-২ আসনে ২৭ দশমিক ৩৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৩৭ দশমিক ৩১ শতাংশ, বগুড়া-৪ আসনে ২৮ দশমিক ৪ শতাংশ, বগুড়া-৫ আসনে ৩৯ দশমিক ৩৬ শতাংশ, বগুড়া-৬ আসনে মাত্র ২১ শতাংশ, বগুড়া-৭ আসনে ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পড়েছে। এই জেলার সাতটি আসনে গড় ভোট পড়েছে ২৯ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে পাঁচ বছর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৫ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ওই নির্বাচনে মোট ১৯ লাখ ৩২ হাজার ৪৩৩ জন ভোট দিয়েছিলেন। ভোট প্রদানের হার ছিল ৭৬ শতাংশ। যা এবারের চেয়ে ৪৬ দশমিক ২ শতাংশ বেশি। ওই নির্বাচনে জেলার সাতটি আসনের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি দুটি করে আসনে জয় পায়। অপর আসনে বিএনপি সমর্থিত অপর এক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন। ধারণা করা হয়, আওয়ামী লীগ এবং বিএনপিসহ নিবন্ধিত সিংহভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণের কারণে ২০১৮ সালের নির্বাচনে ভোটের হার বেশি ছিল। পক্ষান্তরে বিএনপির মতো বড় দল বর্জন করায় সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদানের হার কমে যায়।

নির্বাচন কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবার আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৯২ শতাংশ ভোট বাতিল হয়েছে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয় উপজেলা) আসনে। আর ২০১৮ সালে এই আসনে বাতিল হয়েছিল ১ দশমিক ২২ শতাংশ ভোট। এবার বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনে বাতিল হয় ৩ দশমিক ৬৫ শতাংশ ভোট। ২০১৮ সালে ওই আসনে বাতিল হয় ১ দশমিক ৬২ শতাংশ ভোট। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনে বাতিল হয় ২ দশমিক ৯৩ শতাংশ ভোট। পাঁচ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বাতিল হয়েছিল ১ দশমিক ১৯ শতাংশ ভোট।

এবার বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) আসনে বাতিল হয় ২ দশমিক ৯৫ শতাংশ ভোট আর ২০১৮ সালে বাতিল হয়েছিল ১ দশমিক ৩৭ শতাংশ ভোট। বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে এবার বাতিল হয় ২ দশমিক ৬৭ শতাংশ ভোট। ২০১৮ সালে বাতিল হয় শূন্য দশমিক ৯৭ শতাংশ ভোট। বগুড়া-৫ (ধুনট ও শেরপুর উপজেলা) আসনে এবারের নির্বাচনে ২ দশমিক ২০ শতাংশ ভোট বাতিল হয়। ২০১৮ সালে বাতিল হয়েছিল ১ দশমিক ১৩ শতাংশ ভোট। অন্যদিকে বগুড়া-১ (সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা) আসনে ২০২৪ সালে বাতিল হয় ১ দশমিক ২৫ শতাংশ তবে ২০১৮ সালে আসনটিতে শূন্য দশমিক ৭৭ শতাংশ ভোট বাতিল করা হয়েছিল।

ভোট বাতিল প্রসঙ্গে বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ব্যালট পেপারে ভুলভাবে সিল মারার কারণে এসব ভোট বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

পদাবনতি দিয়ে বদলি হলেন সেই কৃষি কর্মকর্তা

১০

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১১

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

১২

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

১৩

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

১৪

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

১৫

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

১৬

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

১৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

১৮

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

১৯

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

২০
X