যশোর ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

২ হাজার কোটি টাকার রাস্তার ৩০ কিলোমিটারে রাটিং

যশোর-খুলনা মহাসড়কে রাটিং। ছবি : সংগৃহীত
যশোর-খুলনা মহাসড়কে রাটিং। ছবি : সংগৃহীত

যশোর-খুলনা মহাসড়কের উন্নয়নের কাজ শুরু করা হয় ২০১৮ সালের মে মাসে। ২০২২ সালের জুনে সড়কের কাজ শেষ করা হয়েছিল। সড়কের নির্মাণকাজ চলমান থাকাবস্থায় ৮ কিলোমিটার সড়ক ফুলে ফেঁপে ওঠে। এটাকে প্রকৌশলীদের ভাষায় রাটিং বলে। শুধু ওই সড়ক নয়, যশোরে সওজের অধীন মোট সড়ক রয়েছে ৩২১ কিলোমিটার। এরমধ্যে ৩০ কিলোমিটার সড়কে রয়েছে রাটিং। তার অর্ধশত কিলোমিটার সড়ক ভাঙা বা গর্তের সৃষ্টি হয়েছে। যা যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করছে।

অথচ সরকার গত ১০ বছরে এসব সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে ব্যয় করেছে ২ হাজার কোটি টাকা। এত টাকা ব্যয় করেও সড়কে সৃষ্টি হওয়া রাটিং ঠেকাতে পারছে না। এতে করে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

সড়কের যানবাহন চলাচলকারী অংশ, বিশেষ করে যে অংশের ওপর দিয়ে বেশির ভাগ যানবাহনের চাকা যায়, সেখানে চাকার আকৃতির সমান বা তার চেয়ে বেশি অংশ সমান্তরালে দেবে যাওয়ার ঘটনাকে প্রকৌশলীদের ভাষায় বলা হয় রাটিং। সাধারণত সড়কে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হলে কিংবা সড়ক নির্মাণের ধাপগুলোয় সঠিক নিয়মে নির্মাণ উপকরণ ব্যবহার না করলে এ ধরনের সমস্যা দেখা দেয়। আবার সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন নিয়ে যানবাহন চললেও দেখা দিতে পারে রাটিং। অন্যদিকে যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ওভারলোডের’ পাশাপাশি নির্মাণকাজের মান যথাযথ না হলেও এমনটি ঘটতে পারে।

যশোর-খুলনা সড়কের পালবাড়ী থেকে নওয়াপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে হয়েছে রাটিং। সরেজমিনে পালবাড়ী থেকে মনিহার পর্যন্ত সড়কে গিয়ে দেখা যায়, সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। এই সড়কে ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ওই এলাকার মুদি দোকানি গোলাম রব্বানী বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বড় গাড়ি গেলে দোল খায়। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যারা যাতায়াত করেন, তাদের বেশি ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে।

সওজ সূত্রে জানা গেছে, তাদের অধীন মোট সড়ক রয়েছে ৩২১ কিলোমিটার। এরমধ্যে সবেচেয়ে বেশি রাটিং রয়েছে যশোর-খুলনা সড়কে ১৮ কিলোমিটার। এরমধ্যে চাঁচড়া-পালবাড়ী ও পালবাড়ী-মান্দার তলায় ১৪ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার সড়কে রয়েছে রাটিং। এছাড়া আরবপুর, পালবাড়ী, বোর্ড অফিসের সামনে, রুপদিয়া, মুড়লী, বসুন্দিয়া, পদ্মবিলা এবং অভয়নগরের নওয়াপাড়া এলাকায় বেশি রাটিং সড়ক রয়েছে।

যশোর-খুলনা মহাসড়ক নির্মাণের মাত্র ৮ মাসের মাথায় সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। সওজ কর্তৃপক্ষ ৩৮ কিলোমিটারের মধ্যে ১৭ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দেখেছে। যা কংক্রিট রাস্তা করার জন্য সড়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। এরমধ্যে ৪ কিলোমিটার রাস্তা প্রথম পর্যায়ে কংক্রিট বা ঢালাই রাস্তা করার জন্য বলা হয়েছে। যাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৫০ কোটি টাকা। বর্তমানে সড়কটি কংক্রিট করার কাজ চলমান। এই সড়কের জন্য আরও ৫০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

যশোর-খুলনা মহাসড়কের উন্নয়নের কাজ শুরু করা হয় ২০১৮ সালের মে মাসে। ২০২২ সালের জুনে সড়কের কাজ শেষ করা হয়েছিল। সড়কের নির্মাণকাজ চলমান থাকাবস্থায় ৮ কিলোমিটার সড়ক ফুলে ফেঁপে উঠে। ওই সময় সরকার বুয়েটের একজন শিক্ষককে পরামর্শক নিয়োগ করেন। তিনি সরেজমিন ঘুরে সড়কের দু’পাশে ওয়ারিং করার সুপারিশ করেছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ জানান, সড়কে আঁকা-বাকা হয়ে ফুলে ফেঁপে উঠছিল। আমাদের পরামর্শকের সুপারিশ অনুযায়ী সড়কের ১৮ কিলোমিটার রাস্তা কংক্রিট (ঢালাই) করার জন্য বলেছে। আমরা সেই অনুযায়ী মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। ৫০ কোটি টাকা ব্যয়ে প্রথমে শহরের মুড়লী রেলক্রসিং থেকে নওয়াপাড়া-ভাঙ্গা পর্যন্ত ৬টি রেলক্রসিংয়ে ৪ কিলোমিটার ঢালাই রাস্তা করা হচ্ছে। পর্যায়ক্রমে ১৮ কিলোমিটার সড়কে ঢালাই করা হবে।

সওজ সূত্র জানায়, যশোর-খুলনা মহাসড়কের ৩৮ কিলোমিটার উন্নয়নে ৩২১ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। মহাসড়কটি যশোর শহরতলীর পালবাড়ী মোড় থেকে শুরু হয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার রাজঘাট পর্যন্ত নতুন করে নির্মিত হয়। ২৭ কিলোমিটার কাজ সম্পন্ন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড ব্রাদার্স, তমা কনস্ট্রাশন অ্যান্ড কোং। অথচ ৮ কিলোমিটার সড়ক উঁচু-নিচু হয়ে যায়। এছাড়া আরও ১০ কিলোমিটার সড়ক ফুলে-ফেঁপে উঠায় মোট ১৮ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে রাটিং।

যে কারণে সড়কটিতে যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি করছে। সড়কটি বর্তমানে ২৪ ফুট চওড়া রয়েছে। সড়ক দুটির কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। এলাকাবাসীর অভিযোগ, সড়ক উন্নয়নের এ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের কোনো নিয়মনীতি মানেনি। তারা ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিকাদাররা সড়কের পুরোনো আমলের নোনা ধরা ইট ও খোয়া তুলে সেটাই আবার ভেঙে গর্তে ব্যবহার করেছেন। যা দরপত্রে বলা হয়নি। এছাড়া, সড়কটি ৫ ফুট গর্ত করে ভিত তৈরির নির্দেশনা থাকলেও সেই নিয়মও মানেনি। সড়কে নতুন ইট বালি, খোয়া ব্যবহার না করে খুঁড়ে উঠানো মালামালই ফের ভরাট করা হয়েছে। যে কারণে সড়কটির শনির দশা কাটেনি।

যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু জানান, যশোর-খুলনা নতুন হওয়া সড়কে এমন ফুলেফেঁপে উঠা কখনো দেখিনি। বর্তমানে ঘষে-মেজে ঠিক করা হয়েছে। সওজের সঙ্গে আতাত করে ঠিকাদরি প্রতিষ্ঠান সড়কের কাজে অনিয়ম করার কারণে এমনটি হয়েছে। এতে সড়কের স্থায়ীত্ব নিয়ে আমরা উদ্বিগ্ন। সড়কে রাটিং থাকলে সব যানবাহনের জন্য সেটি ঝুঁকি। সরকার শত শত কোটি টাকা খরচ করলেও সড়কের মান উন্নত হচ্ছে না।

এ ব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, গত ১০ বছরে আমরা সড়ক উন্নয়নে প্রায় ২ হাজার কোটি টাকার কাজ করেছি। যেসব সড়কে রাটিং দেখা দিয়েছে সেখানে আমরা চলাচল উপযোগী করছি। যশোর-খুলনা সড়কে কাজ চলমান থাকাবস্থায় কিছু জায়গায় সমস্যা হয়েছিল। সেগুলো ঠিক করা হয়েছে। পরামর্শকের মতামত অনুযায়ী সেখানে ৪ কিলোমিটার ঢালাই রাস্তা করা হচ্ছে।

তিনি বলেন, রাটিং তো বিভিন্ন কারণে হয়। একটা বড় কারণ হলো বিটুমিন। আগে সড়ক নির্মাণে আমরা ৬০-৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করতাম। এখন আরও উন্নত বিটুমিন ব্যবহার করা হচ্ছে। আরেকটি কারণ হলো যানবাহনের ওভারলোড। আমাদের স্ট্যান্ডার্ড লোডিং প্যাটার্ন হলো, ছয় চাকার দুই এক্সেলের গাড়িগুলোয় সাড়ে ১৫ টন পর্যন্ত ভার বহন করা যাবে। আর ১০ চাকার তিন এক্সেলের জন্য সর্বোচ্চ ওজনসীমা ২৩ টন। কিন্তু আমাদের মন্ত্রণালয় (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) দুই এক্সেলের যানবাহনে সর্বোচ্চ ২২ টন, আর তিন এক্সেলের যানবাহনের জন্য সর্বোচ্চ সাড়ে ২৭ টন ওজন বহনের অনুমতি দিয়েছে। এতেও সড়কের ওপর চাপ সৃষ্টি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১১

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১২

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৩

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৪

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৫

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৬

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৭

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৮

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৯

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X