বরিশাল নগরীতে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলার অপর আসামি শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছেন বলেও জানান তিনি। দণ্ডিত রাসেল (৩২) নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন জানান, ২০১৩ সালের ২৩ আগস্ট ১৩ বছর বয়সী শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী রাসেল শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে আরেক শিশুর সহযোগিতায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। ঘটনার কিছুক্ষণ পর শিশুটির মা ঘরে এলে রাসেল ও তার সহযোগীকে পালিয়ে যেতে দেখেন।
ঘটনার পরদিন ২৪ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি তৎকালীন কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হলো।
মন্তব্য করুন