ভূমিকম্প আতঙ্কে সিলেটের গোয়াইনঘাটে মাদ্রাসার দুই তলা ভবনের সিঁড়ি থেকে পড়ে ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তোয়াকুল মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ দুই তলা ভবনে বিকট শব্দ হয়। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহত ৮ শিক্ষার্থীর সাতজনকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অপর শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তোয়াকুল মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) আব্দুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী হঠাৎ বলে ওঠে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের খবর শুনে আতঙ্কে অন্যান্য শিক্ষার্থীরা দোতলা থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় এ ঘটনা ঘটে। এতে আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রকৃত সত্য না জেনে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট গুজব রটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন