মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি এ কে রেজাউল করিম, জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক মুফতি সালিম উদ্দীনসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন, নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন