গাজীপুরে স্কুল পরিবর্তন করায় এক শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা মামুন ভূঁইয়ার বিরুদ্ধে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড কুদাব এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবলীগ নেতা পূবাইল ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও স্থানীয় শিক্ষক মতিন ভূঁইয়ার বড় ছেলে। এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর মা নাজমা বেগম শনিবার রাতেই পূবাইল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিরের বাবা গার্মেন্টসকর্মী আব্দুল আলিম ও তার মা কুদাব বাগিচা এলাকার রোমানের বাড়িতে ভাড়া থাকেন। তাদের ছেলে যুবলীগ নেতা মামুন ভূঁইয়ার ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলে শারীরিকভাবে নির্যাতনের স্বীকার হয়। পরে ছেলে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাকে পার্শ্ববর্তী ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করে স্বজনরা। এতে ক্ষিপ্ত হয়ে নাসিরকে একা পেয়ে মারধর করে অভিযুক্ত যুবলীগ নেতা।
এ বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, ভিকটিম শিক্ষার্থীর অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। পরে মারধরের বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে উল্লেখ করে অভিযোগটি প্রত্যাখ্যানও করে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন