বিয়ের একদিন পরই ওমর আলী নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল নয়টায় পটুয়াখালীর মহিপর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশে একটি মরিচক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর (২৪) ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। পরদিন কনের বাড়িতে বউভাত শেষে রুকাইয়াসহ তার বাড়ির লোকজনদের ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোর রাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।
মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। আসল রহস্য উদ্ঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন