কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ কেজির দাতিনা মাছ বিক্রি হলো সোয়া ১ লাখ টাকায়

বঙ্গোপসাগরে জালে ধরা পড়া দু’টি দাতিনা মাছ। মাছ দুটির ওজন ২৪ কেজি ৬৫০ গ্রাম। ছবি : কালবেলা
বঙ্গোপসাগরে জালে ধরা পড়া দু’টি দাতিনা মাছ। মাছ দুটির ওজন ২৪ কেজি ৬৫০ গ্রাম। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া দুটি দাতিনা মাছ এক লাখ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে। মাছ দুটির ওজন হয় ২৪ কেজি ৬৫০ গ্রাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এমভি মায়ের দোয়া নামের একটি ট্রলারে জেলেরা মাছটি নিয়ে আসে মহিপুর মৎস্য বন্দরে। পরে দুপুর ২টার দিকে মৎস্য বন্দরের কুতুবদিয়া ফিস-এ মাছ দুটি বিক্রির জন্য ওঠানো হয়। এ সময় নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেয় মৎস্য পাইকার সজীব হোসেন।

জানা গেছে এমভি মায়ের দোয়া ট্রলারে এ মাছ দুটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে।

এ বিষয় ওই ট্রলার মাঝি লক্ষ্মী মিয়া বলেন, সচারাচর দাতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ। প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ, পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।

মহিপুর কুতুবদিয়া ফিস-এর মালিক মোস্তাফিজুর রহমান বলেন, দাতিনা মাছ দুটির ওজন হয় ২৪ কেজি ৬৫০ গ্রাম। ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসেবে অর্থাৎ কেজি প্রতি ৬ হাজার টাকা দরে দাতিনা মাছ দুটি বিক্রি হয় ১ লাখ ২৫ হাজার টাকায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আসাদুজ্জামান বাপ্পি বলেন, মহিপুরে বিভিন্ন সময়ই বড় বড় মাছের দেখা মেলে। আমি ১ লাখ ১৪ হাজার টাকা নিলামে বলেছি। কিন্তু আমার চাইতে ১০ হাজার বেশি বলায় আরেক মৎস্য ব্যবসায়ী তা কিনে নেয়।

মৎস্য পাইকার সবুজ হোসেন বলেন, দাতিনা মাছ মূলত সচারাচর ঘাটে তেমন একটা আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি। এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাব। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এ প্রজা‌তির মাছ পাওয়া যায় না। এরা মূলত গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বি‌দে‌শে রপ্তা‌নি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা মাছ তেমন একটা দেখা যায় না। তবে এ প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১০

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১১

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১২

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৩

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৪

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৫

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১৭

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

২০
X