লক্ষ্মীপুরের কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি ওই যুবকের শ্বশুর বাড়ির পাশেই। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন।
জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
কামেশের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার তার ছেলে শ্বশুর বাড়ির উদ্দেশে তাদের বাড়ি থেকে বের হন। সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যান। সকালে শ্বশুর বাড়ির পাশের একটি ক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা হতে পারে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, ময়নাতদন্তের তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ আইনিব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য করুন