অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি যেখানে থাকা দরকার সেখানেই আছে; এর চেয়ে বেশি আছে। আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নিজ নির্বাচনী এলাকা চিরিরবন্দর সরকারি মডেল পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিপক্ষরা নানা রকম মিথ্যা কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করে। তারা তো ক্ষমতায় ছিল, তারা তো কিছু করতে পারেনি। আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহা সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক সাইফুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন গোলাপ প্রমুখ।
মন্তব্য করুন