শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে নম্বর দেওয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের ভিডিও ভাইরাল

কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা
কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়া উপজেলায় টাকার বিনিময়ে প্রাকটিক্যাল পরীক্ষায় নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তার সামনে রাখা একটি খাতার ভেতরে রাখছেন। সেই খাতায় তাদের রোল নম্বর লিখেও রাখছেন।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠিয়েছেন। গত বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা পরিষদের পাশে অবস্থিত কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এমন ঘটনা ঘটেছে বলে স্কুলের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন।

অভিযোগকারী ছাত্র-ছাত্রীরা আরও জানান, ইতোপূর্বের পরীক্ষাগুলোতেও তিনি ছাত্র-ছাত্রীদের বেশি নম্বর দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। বিগত সময়েও তার টাকার বিনিময়ে নম্বর দেওয়ার বিষয়টি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবরের শিরোনাম হয়েছিল।

তিনি গরিব, মেধাবী কিংবা মধ্যবিত্ত ছাত্র-ছাত্রী কিছুই বোঝেন না। সবার কাছ থেকেই টাকা নেন। টাকা ছাড়া তিনি প্র্যাকটিক্যালের কোনো নম্বর দেন না।

নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক তোজাম্মেল হক রংপুর নগরীতে থেকে বিলাসবহুল জীবনযাপন করেন। তিনি উপজেলায় বসবাস করেন না। ইতোপূর্বেও প্রধান শিক্ষক এমন কিছু অনিয়ম করেছেন, যা কর্তৃপক্ষ জানে। কিন্তু কর্তৃপক্ষ জেনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বলেন, ভিডিওটি আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তবে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেননি। তিনি আরও বলেন, শুধু আমিই কেন, আরও অনেকেই আছে যারা এর সঙ্গে জড়িত।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও টাকার বিনিময়ে নম্বর দেওয়ার অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এবারের অভিযোগের কথা জানতে পেরেছি। বিষয়টি ইউএনওকে জানিয়েছি। যেহেতু ভিডিওটি পরীক্ষা সংশ্লিষ্ট তাই ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার ইউএনও’র। স্কুলের সভাপতি হিসেবে ইউএনও মহোদয় যদি আমার কাছে কোনো সহযোগিতা চান তাহলে অবশ্যই করব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান, এ বিষয়ে ইতোমধ্যেই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এরপরও ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ওই শিক্ষক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্প ন্যু প্রস্তুত না হলে লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১০

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১১

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১২

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৬

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৭

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৮

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৯

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

২০
X