যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের মানুষ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছেন। প্রতি দিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (২৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর ঈদগাহ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জয়ন্ত কুমার কুন্ডু প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, বিএনপি নেতা মহিবুর রহমান হিরন, আব্দুল ওহাব কালু, ফেরদৌস ওয়াহিদ লিটন, ইয়াছিন আলী, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।
মন্তব্য করুন