ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় ৪টি কারণ উল্লেখ করে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২১ এপ্রিল) রাতে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের পরে দীর্ঘসময় গাড়ি চালনায় বাসচালকের ক্লান্তি আর চোখে ঘুম, দুটি যানের অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশার উপস্থিতির কারণে দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসচালককে আটক করেছে র্যাব-১০। এ বিষয়ে সোমবার র্যাব-১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে। ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে জেলার কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দিঘনগর এলাকায় এ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে মাগুরাগামী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী ত্রাণের টিন আনতে যাওয়া পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১১ জন মারা যান। আহত হন সাতজন। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল শেখ যাত্রীবাহী বাসের চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আলী সিদ্দিকীকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন