ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-গুলি

ফরিদপুরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা
ফরিদপুরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে মধুখালী ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার লোকের সমাগম হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়।

পরে সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে, আড়কান্দি ব্রিজের সামনে, কামারখালী ব্রিজের অদূরে মাঝিবাড়িতে ও বাগাটের ঘোপঘাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় অবরোধকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ও ইট ফেলে রাস্তা বন্ধ করে দেন।

মহাসড়ক থেকে লোকজনদের সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছোড়ে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় ১১ পুলিশসহ মোট ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত ২ পুলিশ সদস্যসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি শর্টগানের গুলি ছোড়ে। এতে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরিস্থিতি বেগতিক দেখে রায়টকার মোতায়েন করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, পরিস্থিতি থমথমে আছে। নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। পুলিশের পাশাপাশি বিজিবি ঘটনাস্থলে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না : কাজী আলাউদ্দিন

৩০ বছরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

তনির বিরুদ্ধে সাবেক স্বামীর এজাহার, জবাবে যা বললেন

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

একটানা লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

১০

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট / চার দিনের মধ্যে দাবি না মানলে শাটডাউন

১১

প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

১২

হাঁস নাকি মুরগির ডিম বেশি উপকারী? যা বলছেন পুষ্টিবিদ 

১৩

ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান

১৪

‘বাউলিয়ানার নামে ভণ্ডামি ছাড়ুন’

১৫

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

১৬

আবুল সরকারের বিষয়ে অবস্থান পরিষ্কার করল এনসিপি

১৭

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

১৮

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

১৯

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

২০
X