কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পর্শে আজিজুল হক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকার আবুল কাসেমের ছোট সন্তান। তিনি পেশায় পিকআপ (ডাম্পার) গাড়ির হেল্পার ছিল।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স। তিনি জানান, আজিজুল হক মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ লাইনে কাজ করার সময় নিজের অজান্তে বিদ্যুৎস্পর্শে হয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, বালি ভর্তি পিকাআপের (ডাম্পার) বালি নামানোর সময় গাড়ির সঙ্গে লেগে বৈদ্যুতিক তার ছিড়ে যায়। পরে গাড়ির হেল্পার আজিজুল হক বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পর্শে হয়ে তিনি মারা যান।
মন্তব্য করুন