কক্সবাজারের টেকনাফে ১০ মামলার পলাতক আসামি মোর্শেদ নামের এক ব্যক্তিকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর শিলখালীর মৃত নুর কবির প্রকাশ নুরুল কবিরের ছেলে।
রোববার (১৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পলাতক আসামি মোর্শেদ বাহিনীর প্রধান কুখ্যাত ডাকাত মোর্শেদ আলম প্রকাশ মোরশেদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপির উত্তর শিলখালীর পূর্বপাড়া থেকে আসামির ঘরের ভেতর মাটির নিচ থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ১টি একনলা বন্দুক এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত একাধিক মামলার আসামি মোরশেদকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন