টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

এপিবিএনের হাতে গ্রেপ্তার মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ। ছবি : কালবেলা
এপিবিএনের হাতে গ্রেপ্তার মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার বর্ধিত ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল। গ্রেপ্তার আব্দুল্লাহ উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের ছেলে।

এপিবিএনের সহ-অধিনায়ক আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝোলানো ব্যাগে আরেকটি বিদেশি পিস্তল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ তার কাছে আরও অস্ত্র ও গুলি থাকার তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী লাল পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বড় ওয়ান শুটার গান, দুটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের গুলির তিনটি খোসা জব্দ করা হয়।’

আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে। যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

অপর দিকে টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া এক বাংলাদেশিকে গুলি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গুরুতর অবস্থায় মো. হোসেন আলী নামের ওই জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

আহত হোসেন আলীর পরিবারের বরাতে তিনি বলেন, আরাকান আর্মির সদস্যরা ওই জেলেকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পালংখালী রোহিঙ্গা ক্যাম্পস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে নেওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১০

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১১

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১২

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৩

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৪

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৫

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৬

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৮

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৯

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

২০
X