টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

এপিবিএনের হাতে গ্রেপ্তার মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ। ছবি : কালবেলা
এপিবিএনের হাতে গ্রেপ্তার মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার বর্ধিত ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল। গ্রেপ্তার আব্দুল্লাহ উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের ছেলে।

এপিবিএনের সহ-অধিনায়ক আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝোলানো ব্যাগে আরেকটি বিদেশি পিস্তল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ তার কাছে আরও অস্ত্র ও গুলি থাকার তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী লাল পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বড় ওয়ান শুটার গান, দুটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের গুলির তিনটি খোসা জব্দ করা হয়।’

আরেফিন জুয়েল বলেন, ‘আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে। যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

অপর দিকে টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া এক বাংলাদেশিকে গুলি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গুরুতর অবস্থায় মো. হোসেন আলী নামের ওই জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

আহত হোসেন আলীর পরিবারের বরাতে তিনি বলেন, আরাকান আর্মির সদস্যরা ওই জেলেকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পালংখালী রোহিঙ্গা ক্যাম্পস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে নেওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X