ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক বীরজনতার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযাদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বহস্পতিবার (৩০ মে) ভোর ৫টার দিকে ঢাকার সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারি সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকার সিকেডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৈয়ব আলী জোয়ার্দ্দারের মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, তিনি ১৯৬৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঝিনাইদহ জেলা আ.লীগের সহসভাপতি ছিলেন। ২৫ বছর তিনি দৈনিক বাংলারবাণী পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন।
মন্তব্য করুন