ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির প্রশংসাপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ 

ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি এল উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি এল উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি এল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগেও ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল। এ নিয়ে ‘ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা শিক্ষা অফিস। দ্রুত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস।

শিক্ষার্থীরা জানান, উপজেলার মাহমুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১০৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে প্রশংসাপত্রের জন্য ৩৫০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রশংসাপত্র বিতরণে টাকা উত্তোলনের কোনো সরকারি আদেশ না থাকলেও নিয়মবহির্ভূতভাবে রশিদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায় করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী সব শিক্ষার্থীর সনদপত্র, মার্কশিট ও প্রশংসাপত্র (ট্রান্সক্রিপ্ট) ফি বোর্ড পরীক্ষার পূর্বে ফরম পূরণের সময়ে আদায় করা হয়। এ ছাড়া আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি ও অন্যান্য খাত দেখিয়ে কোনো প্রকার রশিদ ছাড়াই ৭৮০ টাকা করে আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে প্রশংসাপত্র দিতে রশিদ দিয়ে জনপ্রতি ৩৫০ টাকা করে আদায় করা হচ্ছে। ওই টাকা না দিলে স্কুল থেকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। এর আগেও এসএসসির ব্যবহারিক পরীক্ষার সময় জোরপূর্বক আমাদের থেকে ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করেছিল। পরে কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই টাকা ফেরত দিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমাদের পরীক্ষা ফির সঙ্গে আনুষঙ্গিক খরচের কথা বলে স্যারেরা প্রত্যেকের কাছ থেকে ৭৮০ টাকা করে নিয়েছে। এখন না দিলে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৬ হাজার টাকা করে নিবে। এতগুলো টাকা নিয়েছে কিন্তু কোনো রশিদ দেয়নি। আমরা রশিদ চাইলে বলে পরে দিবে। হেড স্যার বলেছে ৭৮০ টাকা পরীক্ষার ফির কথা তোমরা বাইরে বলো না। আমরা বলেছিলাম স্কুলের বলে ৭০ বিঘা জমি তাহলে এগুলো টাকা আপনারা কি করেন, তখন স্যারেরা বলে এত কৈফিয়ত তোমাদের দেওয়া যাবে না। পরীক্ষা দিলে ফি দেও নাহলে দিও না। এ স্কুলে স্যারেদের চেয়ে কর্মচারীদের ক্ষমতা বেশি। আমরা একটু কিছু বললেই তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ভয়ভীতি দেখায়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে প্রায় ৭০ বিঘা জমি রয়েছে। যা থেকে প্রতি বছর বিদ্যালয়ের লাখ লাখ টাকা আয় হয়। কিন্তু সেই টাকা কোথায় ব্যয় হয় কেও জানে না। এত আয়ের পরও কেনো বারবার শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে জুলুম করে টাকা আদায় করে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও কর্মচারীদের দাপটে কেউ মুখ খুলতে সাহস করে না। এসব দেখার কেউ নেই।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষার ফি, সেশন ফি, স্কাউট ফি, রেড ক্রিসেন্ট, বিদ্যুৎ বিলসহ ৭৩০ টাকা নেওয়া হয়েছে। এটা বাচ্চাদের বোঝার ভুল। রশিদ কেন দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, রশিদ তো দিতেই হবে। রসিদ বই নাকি শেষ হয়েছে পরে দেওয়া হবে।

তিনি বলেন, প্রশংসাপত্রের জন্য সব স্কুল টাকা নেয় আমরাও টাকা নেই। আগে আমরা ১০০-১৫০ টাকা নিতাম, পরে ২০০ এখন ৩৫০ টাকা করে নিচ্ছি। আমরা এ টাকা নিতে পারি নির্দিষ্ট খাতের জন্য। আমরা এ টাকা টেস্ট মুনিয়ামের রসিদ বই ছাপার কাজে ব্যবহার করব।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমএইচ নুরুন্নবী চৌধুরী রতন বলেন, রসিদ বই শেষ হয়ে গিয়েছিল আমি দ্রুত বই ছাপাতে বলেছি। প্রতিটা স্কুলের কিছু না কিছু অনিয়ম আছেই। সব ধরলে চলে?। হেড মাস্টারের সঙ্গে তো কথা হয়েছেই। উনি যা বলেছে তাই লিখেন।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাবুল কুমার মন্ডল বলেন, প্রশংসাপত্রের জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই এবং পরীক্ষার ফি বা যেকোনো ফি আদায়ে অবশ্যই রশিদ দিতে হবে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান কালবেলাকে বলেন, বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১০

দাম কমলো ইন্টারনেটের

১১

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১২

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

১৩

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৪

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৫

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১৬

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৭

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১৮

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১৯

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

২০
X